ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জয়ের স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের

প্রকাশিত : ১৮:৫২, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫২, ৩০ সেপ্টেম্বর ২০১৬

শেষ মুহুর্তের গোলে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে এগিয়ে গিয়েও হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর ৫-৪ গোলে হারে স্বাগতিকরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮’র ফাইনালে শুরু থেকেই সতর্কতার সঙ্গে খেলতে থাকে বাংলাদেশ ও ভারত। নিজেদের দুর্গ অক্ষত রেখে আক্রমণে যায় তারা। খেলার ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফের হিট ভারতীয় ডিফেন্ডার ফেরালে ফিরতি বলে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন রোমান। অবশ্য ২ মিনিট পরই শিভম আনন্দের গোলে ১-১ এ সমতা আনে ভারত। প্রথমার্ধের শেষ মিনিটে সবুজের গোলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় ভারত। ৩৪ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে ২-২ এ সমতা আনেন হারদিক সিং। এরপর আরো ২টি করে গোল করেন উভয় দল। ৪-৪ গোলে সমতায় যখন খেলা শেষ হওয়ার পথে ঠিক সেই সময়, মাত্র ৪ সেকেন্ড আগে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ করে গোল করেন শিভম আনন্দ। ফলে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি