ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

লঞ্চ ফারহান-৪’এর কাছে জিম্মি মনপুরা, তজুমদ্দিনের যাত্রীরা, রয়েছে বিভিন্ন হয়রানির অভিযোগও

প্রকাশিত : ১৫:০১, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:০১, ১ অক্টোবর ২০১৬

ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারি একটি মাত্র লঞ্চ ফারহান-৪’এর কাছে জিম্মি মনপুরা, তজুমদ্দিনের যাত্রীরা। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় আর সময়সূচি না মানাসহ বিভিন্ন হয়রানির অভিযোগও। এতে সবচে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে রাজধানীমুখী মাছের ব্যবসায়ীরা। যাত্রীরা বলছেন, সিন্ডিকেট তৈরি করে এ রুটে অন্য লঞ্চ আসতে দেয়া হয় না দ্বীপজেলা ভোলায় যাতায়াতে নৌ পথই ভরসা। এর মধ্যে মনপুরা ও তজুমদ্দিন উপজেলার  যাত্রীদের একমাত্র অবলম্বন ঢাকা-হাতিয়া রুটের টিপু কোম্পানির ফারহান-৪ লঞ্চ। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের যাত্রীরা এ লঞ্চটির কাছে জিম্মি হয়ে আছেন। তাদের অভিযোগ ভাড়া নেয়া হয় ইচ্ছে মতো। এছাড়া সময়তো না ছাড়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন মাছ ব্যবসায়ীরা। গুনতে হয় লোকসান। এসব অভিযোগ অস্বীকার করেছে ফারহান-৪ লঞ্চ কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, তাদের প্রভাবে অন্য কোন লঞ্চ এ রুটে চলাচলের অনুমতি পাচ্ছে না। প্রশাসন বলছে, সমস্যার সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। অন্য কোম্পানী লঞ্চ চালাতে চাইলে দেয়া হবে সহযোগিতা। নতুন লঞ্চ সার্ভিস চালু হলে যাতায়াতের বিড়াম্বনা কমবে মনে করেন এ অঞ্চলের যাত্রীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি