আত্মরক্ষার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে সহায়ক কারাতে প্রশিক্ষণ
প্রকাশিত : ১৮:১৫, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৫, ১ অক্টোবর ২০১৬
তরুণ ও যুব সমাজ কারাতে প্রশিক্ষণে মনোনিবেশ করলে আত্মরক্ষার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
চট্টগ্রামে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের বেল্ট প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ও স্থানীয় ওয়ার্ড কমিশনার তারেক সোলাইমান সেলিম, বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভাইস চেয়ারম্যান শাহাজাদা আলম। পরে কারাতে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদ ও বেল্ট তুলে দেওয়া হয়।
আরও পড়ুন