ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়ার প্রায় ৯০ শতাংশই অগ্রহণযোগ্য

প্রকাশিত : ১৮:৩৫, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩৫, ১ অক্টোবর ২০১৬

ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়ার প্রায় ৯০ শতাংশই অগ্রহণযোগ্য এবং এ আইন পাস হলে মানবাধিকার ক্ষুন্ন হবে বলে মন্তব্য করেছেন মৌলিক অধিকার সুরক্ষা কমিটির আহবায়ক ও সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক । শনিবার সকালে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে সংগঠনটির আয়োজনে ” ডিজিটাল বিল-২০১৬ পর্যালোচনা ও নাগরিক অধিকার ” বিষয়ক আলোচনাসভায় তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, যারা ডিজিটাল আইনের খসড়া তৈরি করেছেন তাদের মধ্যে আইন সম্পর্কে ধারনার অভাব আছে । ঢালাওভাবে অপরাধের কথা উল্লেখ না করে আলোচনার মাধ্যমে এবং নাগরিক অধিকার সংরক্ষন করে আইন প্রনয়ন করা উচিত বলে জানান শাহদীন মালিক
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি