চীনের সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ
প্রকাশিত : ১৮:৩১, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩১, ১ অক্টোবর ২০১৬
চীনের সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরে বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে চীনের জাতীয় দিবস উপলক্ষে সাম্যবাদী দলের আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, চীনের রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাতে প্রস্তুতি নিচ্ছে সরকার। এসময় যোগাযোগ ব্যবস্থা সবচে বেশি গুরুত্ব পাবে বলে জানান তিনি। জনপ্রশাসন মন্ত্রী জানান দেশটির সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ স্থাপন করতে চায় বাংলাদেশ।
আরও পড়ুন