ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শিশুর জন্ম নিবন্ধনের নতুন নিয়মে বিপাকে (ভিডিও)

প্রকাশিত : ১০:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০১৯

শিশুর জন্ম নিবন্ধনের নতুন নিয়মে বিপাকে পড়েছেন টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। শিশুর বয়স ২ বছরের বেশি হলে রাজধানীতে এসে নিবন্ধন করাতে হবে। এ প্রক্রিয়া সহজ না হওয়ায় সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছেন না অনেকে। এদিকে, জন্ম নিবন্ধনের আইন সংশোধনের প্রস্তাব করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শিশুর জন্মের পর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ জন্ম নিবন্ধন। এই সনদের মাধ্যমে শিশু থেকে বয়োজৈষ্ঠ্যরা ভোগ করতে পারেন রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা।

তবে নিবন্ধনের নতুন আইনে ২ বছরের বেশি বয়স হলে রাজধানীতে এসে জন্মনিবন্ধন করার নিয়মে সমস্যায় পড়েছেন ঢাকার বাইরের মানুষ। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালার নতুন আইন অনুযায়ি, জন্মের পর থেকে ২ বছর পর্যন্ত ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নিবন্ধন করা যাবে। এর বেশী হলে আসতে হবে রাজধানীর স্থানীয় সরকার বিভাগে।

এ নিয়মে জন্ম নিবন্ধন করতে চরম ভোগান্তিতে পড়েছেন টাঙ্গাইলের ১২টি উপজেলার ২ হাজার ৪শ ২৫টি গ্রামের মানুষ। সময়মতো সন্তানকে স্কুলে ভর্তি করতে না পারা ও ভিজিএফের সুবিধা থেকে বঞ্চিত হওয়া-সহ নানা সমস্যায় পড়ছেন তারা।

সুশীল সমাজ ও গ্রামের মানুষের দাবি, আগের নিয়মেই যেন করা হয় জন্ম নিবন্ধন।

এদিকে প্রশাসন বলছে, বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টিতে এনে আইন সংশোধনের প্রস্তাব করা হবে।

যত দ্রুত সম্ভব, জন্ম নিবন্ধন পদ্ধতি সহজ করার দাবি প্রত্যন্ত অঞ্চলের মানুষের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি