ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের হার
প্রকাশিত : ১৮:৪৯, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৫০, ১ অক্টোবর ২০১৬
গণমাধ্যমে শিশুদের নিয়ে ইতিবাচক ঘটনার সংবাদ প্রকাশের হার বড়লেও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের হার । প্রবণতা কমেছে আত্ন হত্যা আর অপহরনের । দেশের সংবাদপত্রে শিশু বিষয়ক খবরগুলোর উপর জরিপ চালিয়ে এমন তথ্য দিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন । এদিকে অন্যএক অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্য বিয়ে ও শিশু নির্যাতন বন্ধে আইন সংশোধন করা হবে।
দেশের প্রথম সারির দৈনিক সংবাদপত্রে প্রকাশিত শিশু সম্পর্কিত বিভিন্ন সংবাদের উপর জরিপ চালায় সামাজিক সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। জরিপের তথ্য থেকে তুলে ধরা হয় তিনবছরের পরিসংখ্যান।
জাতীয় প্রেসক্লাবে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে কিছুটা কমেছে শিশু নির্যতনের ঘটনা ।
প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে শিশু নির্যাতন, ধর্ষন, হত্যা ও হত্যা চেষ্টা, বাল্য বিয়ে এবং আতœহত্যার ২ হাজার ৮২০টি সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। যা এর আগের বছরের চেয়ে ৩৬০টি কম ।
জরিপের তথ্য বলছে, প্রযুক্তির সহজলভ্যতায় বিরূপ প্রভাব পড়ছে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের উপর।
এফডিসিতে এক অনুষ্টানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বাল্য বিয়ে ও শিশু নির্যাতন বন্ধে সবাইকে সচেতন হতে হবে।
এসময় শিশুদের মানবিক গুলাবলীর শিক্ষা দেয়ার উপর গুরুত্ব দেন বক্তারা।
আরও পড়ুন