ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সাবমেরিন ক্যাবলে সন্দ্বীপে বিদ্যুৎ পৌঁছে দিলেন শেখ হাসিনা

প্রকাশিত : ১৩:১০, ৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০১৯

সাগরের তলদেশ দিয়ে সন্দ্বীপে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এ সময় চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

সন্দ্বীপ নিয়ে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সন্দ্বীপে আমি বহুবার গিয়েছি। ১৯৮৫ সালের ঘূর্ণিঝড়, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ত্রাণ বিতরণ করতে গেছি। মাছের ট্রলারে সন্দ্বীপ থেকে উড়িরচর গেছি ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষদের দেখতে। তখন লবণাক্ত পানিতে সব নষ্ট হয়ে গিয়েছে। পান্তা ভাত, নারিকেল কোরা, আর শুকনো মরিচ দিয়ে ভাত খেয়ে সারাদিন থেকেছি।’

তিনি আরও বলেন, ‘সন্দ্বীপ দীর্ঘ সময় ধরে উন্নয়ন বঞ্চিত ছিলো। আমরা ক্ষমতা আসার পর থেকে সেখানে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করেছি। প্রথমে দশ লক্ষ সোলার প্যানেল দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করেছি। এরপর সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পুরো সন্দ্বীপকে আলোকিত করে দিয়েছি। কাজেই সন্দ্বীপের সকল সমস্যা সমাধানকল্পে যা যা করা দরকার আমরা তা করবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে উদ্দেশ্য করে দ্বীপ উপজেলা সন্দ্বীপে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য তাগিদ দেন।

সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, ‘সন্দ্বীপ-মিরশ্বরাই একটি ব্রিজ করা হলে সন্দ্বীপ মূল ভূখন্ডের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। আমাদের এই দাবি পূরণ হলে সন্দ্বীপের মানুষের দুঃখ লাঘব হবে।’

সন্দ্বীপবাসীকে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার সাংসদ মাহফুজুর রহমান মিতা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

ভিডিও কনফারেন্সে সন্দ্বীপ থেকে বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ বলেন, ‘বর্তমান সরকারের শাসনামলে সন্দ্বীপে যে পরিমাণ উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে তা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ সন্দ্বীপের মানুষের কাছে সোনার হরিণ ছিলো যা আজ স্বপ্ন বাস্তবায়িত হলো।’

 

এছাড়া প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহার পেয়ে সন্দ্বীপে জনমনে খুশির বন্যা বয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলার নানা পেশার মানুষ। এছাড়া ছাত্রলীগ,যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। সবাই করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেআই/এসএ

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি