
পাবনার সুজানগরে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় কিশোরীকে কুপিয়ে আহত করেছে মুকুল নামে এক বখাটে।
পুলিশ জানায়, সুজানগর উপজেলার বরখাপুর গ্রামের এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো মকুল মোল্লা নামে এক যুবক। মঙ্গলবার রাতে ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিলে, সে রাজি না হওয়ায় কুপিয়ে আহত করে মকুল মোল্লা। পরে পরিবারের সদস্যরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ’ ঘটনায় ওই কিশোরীর মা রাবেয়া খাতুন বাদী হয়ে মুকুল মোল্লা সহ অজ্ঞাত তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। তবে, এখনো মুকুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।