ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

বন্দুকযুদ্ধের নামে বিরোধী নেতাকর্মীদের হত্যা আইনশৃঙ্খলা বাহিনীর নেশায় পরিনত হয়েছে: দুদু

প্রকাশিত : ১৫:২৪, ২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:২৪, ২ অক্টোবর ২০১৬

বন্দুকযুদ্ধের নামে বিরোধী নেতাকর্মীদের হত্যা আইনশৃঙ্খলা বাহিনীর নেশায় পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সাভারে যুবদল কর্মী মাহ আলম নয়ন নিহত হওয়ার ঘটনায় দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শামসুজ্জামান অভিযোগ করেন, গত নয় মাসে বন্দুক যুদ্ধের নামে ১৭৮ জনকে হত্যা করা হয়েছে। বিচার বর্হিভূত হত্যাকান্ড বন্ধের আহ্বান জানান বিএনপির এই নেতা। এছাড়া নেত্রকোনা জেলা বিএনপির কার্যালয় ভাংচুরের তীব্র নিন্দা জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি