ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারত ও পাকিস্তান একমত হয়েছে কাশ্মির সীমান্তে উত্তেজনা নিরসনে

প্রকাশিত : ১৩:১৮, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:১৮, ৩ অক্টোবর ২০১৬

কাশ্মির সীমান্তে উত্তেজনা নিরসনে ভারত ও পাকিস্তান একমত হয়েছে বলে জানিয়েছেন পাক পররাষ্ট্র উপদেষ্টা সরতাজ আজিজ। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পাকিস্তানের নাসির জানজুয়ার মধ্যকার ফোনালাপের পর এ তথ্য জানালেন আজিজ। এদিকে নিয়ন্ত্রণ রেখার কাছে আজও দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এর আগে গত রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি সেনা ও বিএসএফ ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে এক জাওয়ান, আহত হয়েছে আরো একজন। রোববার রাতে হামলা চলায় তিন চারজনের একটি সন্ত্রাসী দল। দুই ঘন্টা গুলিবিনিময়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ভারতীয় সেনারা। তবে হামলাকরীর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ধরতে অভিযান চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি