ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১২তম এসএ গেমসে পদকজয়ী ৩৫ সেনাসদস্যকে সংবর্ধনা দিয়েছেন সেনাপ্রধান

প্রকাশিত : ১৩:৪৭, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৪৭, ৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

army chif১২তম এসএ গেমসে পদকজয়ী ৩৫ সেনাসদস্যকে সংবর্ধনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদরে আয়োজিত অনুষ্ঠানে পদকজয়ীদের হাতে তিনি ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬জন সদস্য গেমসে অংশ নেন। ১৭টি খেলায় একটি স্বর্ণ, ছয়টি রৌপা ও ২৮টি তামা পদক অর্জন করেন তারা। পরে সেনা প্রধান বলেন খেলাধূলা খাতে সেনাবাহিনীর বাজেট বাড়িয়েছে।  তিনি বলেন খেলোয়াড়দের অনুশীলনের সুবিধার্তে একটি মাল্টি স্টোরেড ইনডোর স্পোর্টস কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি