ঢাকা, বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের দাতব্য সংস্থার তথবিল সংগ্রহ স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত

প্রকাশিত : ১৩:১৬, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:১৬, ৪ অক্টোবর ২০১৬

trumpযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাতব্য সংস্থার তথবিল সংগ্রহ স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এ আদেশ দেন। এতে আগামী ১৫ দিনের মধ্যে সংস্থাটির নিবন্ধনের নথিপত্র ও অর্থের হিসাব জমা দিতে বলা হয়েছে। আর ট্রাম্প যদি যথাযথ কাগজপত্র দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে প্রতারণা মামলা হতে পারে বলেও উল্লেখ করা হয়। তবে ট্রাম্পের মুখপাত্রের দাবি, ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারির সমর্থন বাড়াতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এ আদেশ দেয়া হয়েছে। দাতব্য সংস্থার অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন ট্রাম্প, গেল মাসে ওয়াশিংটন পোস্ট এমন তথ্য প্রকাশ করলে তদন্ত শুরু করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি