ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় একটি বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে মালামাল আহত ৪

প্রকাশিত : ১৩:১৩, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ৩ মার্চ ২০১৬

asuliaআশুলিয়ার ডেন্ডাবরে শ্রমিক কলোনীর একটি বাড়িতে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। আহত হয়েছেন ৪ জন। বাড়ির ভাড়াটিয়ারা জানান, গেলো রাত ২টার দিকে ঐ বাড়ির পানির মোটর থেকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে টিনসেড বাড়ির বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। সেসময় আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি