ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘ফাগুন হাওয়ায়’ রাষ্ট্রপতি মুগ্ধ

প্রকাশিত : ১৭:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ‘ফাগুন হাওয়ায়’ দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘ফাগুন হাওয়ায়’ ‘নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করবে। বঙ্গভবনে ‘ফাগুন হাওয়ায়’ ছবির একটি বিশেষ প্রদশর্নী শেষে রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যায় একথা বলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ভাষা আন্দোলন নিয়ে লেখক, গবেষক, নাট্যকার ও চলচ্চিত্রকারদের আরও বেশি বেশি কাজ করতে হবে। ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণে ইমপ্রেস টেলিফিল্মের নানা উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি।

বঙ্গভবনের দরবার হলের বড় স্ক্রিনে ‘ফাগুন হওয়ায়’ ছবিটি উপভোগ করেন রাষ্ট্রপতিসহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিনী রাশীদা হামিস, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, চ্যানেল আইয়ের ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর. বার্তাপ্রধান ও পরিচালক শাইখ সিরাজ, ফাগুন হাওয়ায় ছবির পরিচালক তৌকির আহমেদ, অভিনেত্রী বিপাশা হায়াত, তিশা, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, ফজলুর রহমান বাবু, চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক আমীরুল ইসলাম প্রমুখ।

বঙ্গভবনে নিজের ছবির বিশেষ প্রদশর্নী নিয়ে উচ্ছ্বসিত ছবিটির পরিচালক তৌকির আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আনন্দিত, আপ্লুত এবং অনুপ্রাণিত। মহামাণ্য রাষ্ট্রপতি আমাদের সঙ্গে নিয়ে ‘ফাগুন হাওয়ায়’ দেখেছেন।
৫২টি হলে ১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘ফাগুন হাওয়ায়’।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি