ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বলিভিযার সঙ্গে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ব্রাজিল

প্রকাশিত : ১৭:৩২, ৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৩২, ৪ অক্টোবর ২০১৬

বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিযার সঙ্গে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ব্রাজিল। ব্রাজিলের নাতালে প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন বার্সার তারকা স্ট্রাইকার নেইমার, পিএসজি ডিফেন্ডার থিয়াগো সিলভা, অ্যাটলেটিকো মাদ্রিদের ফিলিপ লুইস, ম্যানচেস্টার সিটির ফার্নান্দিনহোসহ সকল খেলোয়াড়। তবে নেইমারকে হালকা অনুশীলনের পরই বিশ্রামে দেন কোচ টিটে। প্রথম দিনের অনুশীলনে প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। দলের সাথে নতুন কোচ টিটে গত মাসেই যোগ দিয়েছেন। বাছাই পর্বে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এক পয়েন্ট বেশী নিয়ে শীর্ষে উরুগুয়ে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি