ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে জোড়া খুনের এজাহারভূক্ত আসামী জহিরুল পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে নিহত

প্রকাশিত : ১৩:২৫, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:২৫, ৩ মার্চ ২০১৬

norsindiনরসিংদীর ভাগদীতে জোড়া খুনের এজাহারভূক্ত আসামী জহিরুল পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে।  হাসপাতালে মারা গেছে আরো একজন। পুলিশ জানায় জোড়া খুনের এজাহারভুক্ত আসামী জহিরুল, রাকিব ও হোসেনকে নিয়ে তারা গভীর রাতে অন্য আসামীদের ধরতে নাগরিয়াকান্দি এলাকায় যান। সেসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশও পাল্টা গুলি চালালে আসামী জহিরুল, রাকিব ও হোসেন গুলিবিদ্ধ হয়। আহত হন ৪ পুলিশ সদস্য। পরে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রাকিব। ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি