ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত নেতৃত্ব চায়: ড. হাছান

প্রকাশিত : ২৩:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত নেতৃত্ব চায়।   

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব নেই। গত দশ বছরে তাঁর নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে। স্বল্প উন্নত দেশের তালিকা থেকে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। জিডিপি প্রবৃদ্ধির হারে বিশ্বের প্রথম পাঁচটি দেশের একটি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় উন্নয়নের প্রকৃষ্ট উদাহরণ।’

আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত নেতৃত্ব চায়। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাক, এটিই জনগণের প্রত্যাশা।’

তিনি বলেন, ‘এটি স্পষ্ট যে, জনগণের প্রত্যাশা হচ্ছে, তিনি নেতৃত্ব অব্যাহত রাখবেন এবং আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী জানে, শুধু আওয়ামী লীগে নয়, দেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।’

রাজনীতিতে নতুন বেশে জামায়াতে ইসলামীর প্রত্যাবর্তন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, ‘জামায়াত নিজেদেরকে আড়াল করার জন্য নানা কৌশল অবলম্বন করতে পারে। জামায়াত বিলুপ্ত করার ঘোষণা তাদের কৌশলেরই অংশ। যদি নেতৃত্বের পরিবর্তন না হয় এবং দল সংশ্লিষ্টরাই ভিন্ন নামে দল গড়ে তোলে তবে তা নতুন বোতলে পুরনো মদের মতোই।’

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতি তাদের (জামায়াতে ইসলামী) ওপর বিক্ষুব্ধ, আন্তর্জাতিক চাপেও আছে তারা। এসবের মুখে দলের নাম পরিবর্তন, বিভিন্নজনের পদত্যাগ এসবই কৌশল মাত্র।’

নির্বাচন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিসহ বাংলাদেশে একটি চক্র চায় এদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে তারা ষড়যন্ত্র করছে। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি’র হুমকি উপেক্ষা করে তাদের দলেরই অনেকে মনোনয়নপত্র দাখিল করেছে। সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

এসি

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি