ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভারতের সিএন্ডবি খাল আর জাজি নদী দিয়ে আসছে বিষাক্ত পানি, পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব

প্রকাশিত : ১৩:৪১, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৪৬, ৩ মার্চ ২০১৬

ভারতের ত্রিপুরার আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার সিএন্ডবি খাল আর জাজি নদী দিয়ে আসছে বিষাক্ত পানি। পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। উৎকট গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশে জনজীবন হয়ে ওঠছে দুর্বিষহ। প্রশাসন বলছে, বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনে এ নিয়ে আলোচনা হয়েছে। ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। b bariaবিষাক্ত পানিতে সয়লাব ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ১৫টি গ্রাম। আর এতে ৩৫ থেকে ৪০ হাজার বাসিন্দা রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। স্থানীয়রা জানায় বছরের পর বছর ধরে আগরতলা সীমান্ত থেকে সিএ্যান্ডবি খাল দিয়ে আসছে এ কালো পানি। প্রবাহিত হচ্ছে কালিকাপুর গ্রামের জাজি নদী দিয়েও। দুর্গন্ধযুক্ত কুচকুচে কালো পানি ব্যবহারে এলাকায় বাড়ছে চর্মরোগ, শ্বাসকষ্ট আর চুলকানি । এ পানি দিয়ে চলছে জমিতে ধান চাষও। এ বিষয়ে কথা বলতে গেলে জেলা প্রশাসক জানান সীমান্ত সম্মেলনে ভারতকে বলা হয়েছে। তারা জানিয়েছে ইটিপি প্লান্ট স্থাপন হলে বিষাক্ত বর্জ্য আর বাংলাদেশে আসবে না। শুধু আলোচনা আর আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনস্বার্থে জরুরী ভিত্তিতে বিষাক্ত পানির প্রবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী ভুক্তভোগীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি