ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান

প্রকাশিত : ১৪:১৩, ৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:১৩, ৬ অক্টোবর ২০১৬

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান। তৃতীয় ও শেষ ম্যাচে ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়দের। আবু দাবীতে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক আজাহার আলী ও বাবর আজমের জোড়া সেঞ্চুরিতে, ৬ উইকেটে ৩০৮ রানের বড় স্কোর গড়ে পাকিস্তান। দলীয় ৮৫ রানে ৩৮ রান করে শারজিল আউট হলেও আজাহার  সেঞ্চুরি আদায় করে নেন। ১০১ রান আসে এ ব্যাটসম্যানের ব্যাট থেকে। এরপর বাবর আজমও সেঞ্চুরি করেন। ১০৬ বলে ১১৭ রান করলে ৬ উইকেটে ৩০৮ রান তোলে পাকিস্তান। জবাবে ৪৪ ওভারে মাত্র ১৭২ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি