ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চকবাজারের অগ্নিকাণ্ডে সৌদি বাদশাহর শোক

প্রকাশিত : ২০:৫০, ২২ ফেব্রুয়ারি ২০১৯

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে এ শোকবার্তা পাঠান তিনি। শোক বার্তায় সৌদি বাদশাহ সালমান বলেন, ঢাকার চকবাজারে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন বলে খবর জানতে পেরেছি।

তিনি বলেন, সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানও চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন। ক্রাউন প্রিন্স তার শোকবার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি