ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চকবাজারে অগ্নিদগ্ধদের প্রয়োজনীয় রক্ত দেবে কোয়ান্টাম

প্রকাশিত : ২৩:২৩, ২২ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানী পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টায় আগুনে পোড়া দগ্ধ রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহ করবে কোয়ান্টাম ফাউন্ডেশন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে পুরান ঢাকার এ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৬৮ জন ছাড়িয়েছে বলে জানা যায়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন আরো অসংখ্য জন। আগুনে পোড়া রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের পাশাপাশি রক্তের উপাদান ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা এফএফপি এসময় খুবই প্রয়োজন।

চিকিৎসারত দগ্ধ রোগীদের রক্ত সরবরাহের জন্যে কোয়ান্টাম ল্যাব এবং কর্মীরা রক্তের চাহিদা মেটাতে ২৪ ঘণ্টার জন্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ড দুর্ঘটনায় আহতদের সেবায় সুস্থ সামর্থ্যবান মানুষদেরকে শান্তিনগরে কোয়ান্টাম ল্যাবে এসে রক্তদানের মাধ্যমে মানবতার কল্যাণে অংশ নেয়ার আহ্বান জানিয়ছে কোয়ান্টাম।

পাশাপাশি আগুনে দগ্ধ মৃতদের আত্মার প্রশান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে কোয়ান্টাম পরিবারের অসংখ্য সদস্য।

উল্লেখ্য মানুষের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোয়ান্টাম। ২০০০ সালে কোয়ান্টাম ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ৩ লাখ ১৩ হাজার স্বেচ্ছা রক্তদাতার সুসংগঠিত ডোনার পুল গড়েছে। জীবন বাঁচানোর জন্য এ পর্যন্ত কোয়ান্টাম দিয়েছে সাড়ে ৯ লাখের বেশি ব্যাগ রক্ত ও রক্ত উপাদান। দেশে মোট রক্তচাহিদার ৫ ভাগের ১ ভাগ এখন মেটাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন।  

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি