ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

তাঁত শিল্পকে বিশ্বে ব্র্যান্ডিং করতে হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

প্রকাশিত : ২৩:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশের তাঁত শিল্পকে বিশ্বে ব্র্যান্ডিং করতে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক।

তিনি বলেন, বাংলাদেশের তাঁত শিল্পকে বিশ্বে ব্র্যান্ডিং করতে হবে। বেনারশি, জামদানি এবং তাঁত আমাদের জাতীয় সম্পদ।
আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বস্ত্র ও পাট মন্ত্রী এই আহ্বান জানান।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও তাঁত বোর্ডের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বস্ত্র মন্ত্রী বলেন, তাঁত শিল্পকে রক্ষা কারার জন্য সব ধরণের কার্যক্রম গ্রহণ করা হবে। এজন্য তাঁতের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে।

গাজী বলেন, প্রতি পহেলা বৈশাখে ছোট, বড় সকলে তাঁত পণ্য ব্যবহার করে থাকে। আমরা মনে করি, এই একটি উৎসবের মাধ্যমে ৯০ শতাংশ তাঁতের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এতে করে এই একটি উৎসবেই তাঁতিদের অনেক অর্জন প্রকাশ পায়।

একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশাখী ভাতা চালু করায় তাঁতিদের তৈরী পণ্যের বিপণন ও ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। কেননা সবাই এখন পহেলা বৈশাখের এই উৎসবটি আনন্দমুখর পরিবেশে পালন করে থাকেন।

মন্ত্রী আরও বলেন, তাঁত বোর্ড তাঁতশিল্পে বয়নে উন্নত প্রশিক্ষণ প্রদান, ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট বা কেন্দ্র স্থাপন, ঐতিহ্যবাহি মসলিন বস্ত্রের সুতা তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারসহ প্রান্তিক তাঁতিদের সুবিধার্থে ঋণের ব্যবস্থা করার মত গুরুত্বপূর্ণ কাজ করে। তিনি এ সকল কাজে কোন ধরণের গাফিলতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, দুর্নীতিমুক্তভাবে কাজ করলে প্রত্যেকটি সংস্থা এগিয়ে যাবে এবং তাতে দেশ উন্নত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে তৈরী করার প্রয়াসে কাজ করছেন। আমরা প্রত্যেকে যদি দুর্নীতিমুক্তভাবে কাজ করি তাহলে প্রতিটি সংস্থা এগিয়ে যাবে। আর তার সুফল দেশবাসীভোগ করবে।

আলোচনা শেষে, বাংলাদেশ তাঁত বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের এসএসসি পরীক্ষা ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে ভালো ফলাফলের জন্য বোর্ডের পক্ষ থেকে মেরিট সার্টিফিকেট তুলে দেন বস্ত্র ও পাট মন্ত্রী।

সূত্র-বাসস

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি