ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুপার টুইস ডে’তে ট্রাম্পের বিজয়ে আতংক বাড়ছে রিপাবলিকান শিবিরে

প্রকাশিত : ১৪:৪০, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৪০, ৩ মার্চ ২০১৬

trumpsমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সুপার টুইস ডে’তে প্রার্থীতা বাছাইয়ের লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আতংক বাড়ছে রিপাবলিকান শিবিরে। একযোগে ১২টি অঙ্গরাজ্যের ভোটাভুটিতে ৭টিতে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলেও দলের সিনিয়র নেতারা তার বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। বিশেষ করে জয়ের পর নিজেকে ‘ঐক্যের প্রতীক’ ঘোষণার পরই তোপের মুখে পড়েন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার র‌্যালীতে বেশ কয়েকদফায় ট্রাম্পবিরোধীদের প্রতিবাদের মুখেও পড়েন তিনি। এদিকে ৮ই মার্চ মিশিগানে ভোটাভুটিকে সামনে রেখে ট্রাম্পকে কড়া বার্তা দিলেন মার্কো রুবিও। এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন তিনি। অন্যদিকে সুপার টুইস ডে তে শোচনীয় পরাজয়ের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বেন কার্সন। আর ডেমোক্রেট শিবিরে নতুন উদ্যোমে প্রচারণায় নেমেছেন হিলারী ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি