ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৪:৫৮, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

pm call onপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলেভ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করেন তিনি। এ’সময় মুক্তিযুদ্ধ এবং তারপরে দেশ গঠনে রাশিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। দুই দেশের সম্পর্কের উন্নয়নে ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়ের ওপর জোর দেন তিনি। এরআগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ-পিপিপি’র বোর্ড অব গভর্নরের সভা হয়। সভায় জানানো হয়, পিপিপি’র বিভিন্ন খাতে ৪৩টি প্রকল্প রয়েছে, যা বাস্তবায়নে ১৪ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এ’সময় বিভিন্ন প্রকল্পের কার্যক্রম গতিশীল করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি