ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশিত : ১০:০৫, ৪ মার্চ ২০১৯

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরে ‘বন্ধুকযুদ্ধে’এক ব্যক্তি নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার গাজীপুরে এই ঘটনা ঘটে।  পীরতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অজয় এতথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি উপজেলার কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার সাজু মিয়া (৪০) বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে পরিবার বা পুলিশের পক্ষ থেকে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

পীরতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অজয় বলেন, রাতে গাজীপুর এলাকায় লোকজন গোলাগুলির শব্দ শোনে। সকালে তারা পুলিশকে খবর দেয়। তখন পীরতলা ফাঁড়ির একটি দল সেখানে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।

নিহতের পাশে দেশি তৈরি একটি ওয়ানশুটার গান, একটি গুলি ও আনুমানিক দুই কেজি গাঁজা ছিল। পরে লাশটি ফাঁড়িতে নিয়ে আসা হয় বলে জানান এসআই। তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি