ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিশ্ববাজারে তৈরি পোশাক খাতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

প্রকাশিত : ১০:০৮, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:০৮, ১০ অক্টোবর ২০১৬

বিশ্ববাজারে তৈরি পোশাক খাতে শীর্ষে রয়েছে চীন আর তার পরই বাংলাদেশ। কিন্তু দু-দেশের বাণিজ্য ঘাটতিও বিস্তর! অর্থনীতিবিদরা মনে করেন চীনে পোশাক রপ্তানীর হার বাড়লে কমে আসবে এই ঘাটতি। আর ব্যবসায়ী নেতারা মনে করেন চীনের মধ্যবিত্তের পোশাকের বাজারে বাংলাদেশের অনুপ্রবেশের এখনই সময় চাই শুল´মুক্ত প্রবেশাধিকারও। অর্থনীতিসহ যেকোনো মানদন্ডে চীনের পোশাক শিল্পের সাথে পাল্লা দিয়ে এগুচ্ছে বাংলাদেশ। গেল বছর গার্মেন্টস পণ্যের বিশ্ববাজারে বাংলাদেশের হিস্যা দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশ। রপ্তানির মার্কারে দ্বিতীয় অবস্থানে অবিচল ’মেইড ইন বাংলাদেশ’। যেখানে ৪৫১ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে চীন একাই রপ্তানি করেছে ১৭৫ বিলিয়ন ডলার অর্থাৎ বিশ্ববাজারে তাদের হিস্যা প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে দুটি দেশের মধ্যে বাণিজ্য ঘাটতিও বাড়ছে ধারাবাহিকভাবেই। তবে অর্থনীতিবিদরা মনে করেন এই দূরত্ব কমিয়ে আনতে চীনেই রফতানি পরিসর বাড়ানোর পাশাপাশি চাই শুল্কমুক্ত প্রবেশাধিকার। বিজিএমইএ ২০২১ সালে বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানির লক্ষমাত্রা ৫০ বিলিয়ন ডলারে নির্ধারন করেছে। তবে বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত উদ্যোগে চীনের বাজারে পোশাক প্রবেশে এর দ্বিগুন অর্জনও সম্ভব। চীনে মধ্যম মানের তৈরী পোশাকের বাজারেও বাংলাদেশের অংশীদারিত্ব বাড়লে কমে আসবে বাণিজ্য ঘাটতি এমনটাই মত সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি