ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

ওবায়দুল কাদেরকে দেখতে যাচ্ছেন স্বজনরা

প্রকাশিত : ০০:০০, ৯ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:০১, ৯ মার্চ ২০১৯

হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে সিঙ্গাপুর যাচ্ছেন তার ছোট ভাই, ভাগিনা, ভাতিজাসহ ৬ জন।

শুক্রবার (৮ মার্চ) রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ার লাইনসের একটি ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা হন তারা।

যারা সিঙ্গাপুর যাচ্ছেন তারা হলেন, ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, ভাগিনা কর্নেল ফখরুদ্দিন, ভাতিজা মির্জা মাসরুর কাদের তাসিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুরুল করিম জুয়েল, ব্যবসায়ী অরবিন্দ ভৌমিক ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী।

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুরুল করিম জুয়েল হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি