ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী উঠানামা আর অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুড়ির কারণে চট্টগ্রামে বাড়ছে যানজট

প্রকাশিত : ১১:১৬, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:২৫, ১১ অক্টোবর ২০১৬

যত্রতত্র পার্কিং, যাত্রী উঠানামা আর অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুড়ির কারণে বন্দর নগরী চট্টগ্রামে বাড়ছে যানজট। দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এ’ অবস্থায় নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ৩০টি পার্কিং স্পট গড়ে তোলা এবং নগরীর যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে ট্রাফিক বিভাগ। বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে তেমন কাজে আসছে না শত কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি ফ্লাইওভার। এসব ফ্লাইওভার দিয়ে চলে না কোনো গণপরিবহন। এতে, মূল সড়কের উপর প্রতিদিনই বাড়ছে চাপ। অন্যদিকে, পার্কিংয়ের জায়গা না রেখেই নগরীতে গড়ে উঠছে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মার্কেট, হাসপাতাল, ক্লিনিকসহ বহুতল ভবন। ফলে সড়কের উপরেই প্রতিদিন অবৈধভাবে পার্কিং হচ্ছে হাজার হাজার ব্যক্তিগত গাড়ী। গণপরিবহণগুলো নিয়ম না মেনে যেখানে সেখানে উঠানামা করাচ্ছে যাত্রী। ট্রাফিক পুলিশের মামলা, জরিমানার পরও থামানো যাচ্ছে না এসব বিশৃঙ্খলা। ফলে প্রতিনিয়ত বাড়ছে যানজট। যানজট নিয়ন্ত্রণ করতে না পারার বিষয়টি স্বীকার করেছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারাও। এদিকে, যানজট নিরসনে শিগগিরই বৈধ পার্কিংব্যবস্থাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। যানজট নিয়ন্ত্রণ এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রতিটি মোড়ে মাইকিংয়ের উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছে ট্রাফিক বিভাগ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি