ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারীদের ঘড়ে আটকে রাখা যাবে না: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৮:২২, ৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ধর্মের নামে নারীদের ঘরে আটকে রাখা যাবে না। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনায়  নারী ও শিশু ধর্ষণ রোধে ধর্ষকের ছবি প্রকাশ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,  শুধু মাত্র আইন করেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবেনা।  এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন বঙ্গবন্ধুকণ্যা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের শুরুতেই সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ ক্যাটাগরিতে ৮ টি বিভাগের ৪০জন জয়ীতার মধ্য থেকে নির্বাচিত সেরা ৫ নারীর হাতে "জয়ীতা পদক ২০১৮" তুলে দেন প্রধানমন্ত্রী।

পরে বক্তৃতায় নারীসমাজকে উন্নয়নের মূল স্রোতে আনতে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, নারীরা কোথাও পিছিয়ে নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, নারী জনপ্রতিনিধিদের আরো বেশি সক্ষমতা অর্জন করতে হবে।

বঙ্গবন্ধুকণ্যা বলেন, নারীর ক্ষমতায়নে শুধু আইন নয়; সমাজের সবাইকে সচেতন হতে হবে ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি