ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

২০২১ সালের মধ্যে পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার আয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

প্রকাশিত : ১১:২১, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:২১, ১১ অক্টোবর ২০১৬

পোশাক শিল্পের বিশ্ব বাজার ৪শ’ ৪৫ বিলিয়ন ডলার। ২০২১ সাল নাগাদ যা ৬শ’ বিলিয়ন ডলার ছাড়াবে। বাংলাদেশের উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তৈরি পোশাক শিল্পখাত। ২০২১ সালের মধ্যে এই খাতে ৫০ বিলিয়ন ডলার আয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বিদ্যুৎ, গ্যাসের নিশ্চয়তা এবং ব্যাংক ঋণের সুদের হার সহনীয় থাকলে, লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। নারী-পুরুষের এমন অংশগ্রহনে এগিয়ে যাচ্ছে দেশের প্রধান রপ্তানীখাত তৈরি পোশাক শিল্প। ২০১৫-১৬ অর্থবছরে পোশাক রপ্তানীতে আয় হয় ২৮ দশমিক শূণ্য নয় বিলিয়ন ডলার। যা দেশের মোট রপ্তানীর ৮২ দশমিক শূণ্য এক শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ দশমিক তিন আট বিলিয়ন ডলার। বিভিন্ন কারণে এ’ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে এক দশমিক আট সাত শতাংশ এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপে বাংলাদেশী পোশাকের দুই দশমিক শূণ্য আট শতাংশ দরপতন হয়। অন্যদিকে, চীনের দখলে রয়েছে বিশ্ব পোশাক বাজারের ৩৯ শতাংশ। তবে, চীনে পোশাক তৈরির খরচ বেড়ে যাওয়ায়, বাংলাদেশের জন্য সুযোগ বলে মনে করেন ব্যবসায়িরা। এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আরো কিছু প্রতিবন্ধকতা রয়েছে বলেও জানান ব্যবসায়িরা। তৈরি পোশাক শিল্পে রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করারও দাবি তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি