ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ২৩:০৯, ৯ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:২৬, ১০ মার্চ ২০১৯

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চারদিনের সরকারি সফরে আগামী ১১ মার্চ সোমবার কুয়েত যাবেন। সফরকালে তিনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার এবং কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ছাড়াও সেনাবাহিনী প্রধান কুয়েতে নিযুক্ত বাংলাদেশি কন্টিজেন্টগুলো ও কুয়েতের বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। তার এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৫ মার্চ দেশে প্রত্যাবর্তন করবেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি