ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৯:১৩, ১০ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৩৪, ১০ মার্চ ২০১৯

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকায় মোয়াজ্জেম মোল্লা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার ঝাউদি এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্ত মোয়াজ্জেমের মোটরসাইকেলের গতি রোধ করে তাকে কুপিয়ে জখম করে। রাত ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রাতে উপজেলার ঝাউদি এলাকার সোবাহান মেম্বারের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন মোয়াজ্জেম। এ সময় দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সতত্য স্বীকার করে বলেন, কারা ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত নই। তবে পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি