ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সহায়তা না করার ঘোষণা দিয়েছেন পল রায়ান

প্রকাশিত : ১১:২১, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:২১, ১১ অক্টোবর ২০১৬

দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন থাকলেও তার নির্বাচনী প্রচারণায় সহায়তা না করার ঘোষণা দিয়েছেন শক্তিশালী রিপাবলিকান নেতা কংগ্রেস স্পিকার পল রায়ান। নারীদের প্রতি ট্রাম্পের করা কুরুচিপূর্ণ এক অডিও বার্তা ফাঁস হওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। রায়ান আরো জানান, এঘটনার পর ট্রাম্পের সঙ্গে দুরত্ব বেড়েছে তার। তবে হিলারিকে ঠেকানোর জন্য ট্রাম্পকে সমর্থন করতে তিনি বাধ্য বলেও জানান সবচেয়ে উর্চ্চপদস্থ এই রিপাবলিকান। অডিও বার্তা ফাঁস হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি