কৃষকদের ঋনের সুদ মওকুফ করে ৪শ’ ২৫ কোটি টাকা ভর্তূকি দিয়েছে সরকার
প্রকাশিত : ১৬:১৫, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১৫, ৩ মার্চ ২০১৬
সমবায়ী কৃষকদের ঋনের সুদ মওকুফ করে ৪শ’ ২৫ কোটি টাকা ভর্তূকি দিয়েছে সরকার।
সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩১তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইস্তেহার এবং রূপকল্প অনুযায়ী, ২০১৫ সালের মধ্যে দারিদ্রের হার এরই মধ্যে অর্ধেকে কমিয়ে আনা হয়েছে।
আরও পড়ুন