ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন

প্রকাশিত : ২৩:৩৩, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ২৩:৩৪, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি এ মাসেই দায়িত্ব গ্রহণ করবেন।

সোমবার (১১ মার্চ) যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবেক হাইকমিশনার এলিসন ব্লেক বাংলাদেশে তার দায়িত্ব শেষ করে অপর একটি কূটনৈতিক কার্যক্রমে স্থানান্তরিত হয়েছেন।

রবার্ট চ্যাটার্টন ডিকসন এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাউন্টার টেরোরিজম বিভাগ, ইরাক পলিসি ইউনিট, ন্যাটো সেকশন, নিউক্লিয়ার সেকশন, যুক্তরাজ্যের কেবিনেট অফিসের জাতীয় নিরাপত্তা সেক্রেটারিয়েট ও কাবুল মিশনে কাজ করেছেন। এছাড়া তিনি মেসিডোনিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি