ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আগামীকাল টাঙ্গাইলের মির্জাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৩:০০, ১৩ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:১২, ১৩ মার্চ ২০১৯

দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে বৃহষ্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার আগমন উপলক্ষে উৎসবের আমেজ মির্জাপুরসহ সারা জেলায়। বর্ণিল সাজে সাজানো হচ্ছে নারী জাগরণের সেরা শিক্ষা কেন্দ্র কুমুদিনী কমপ্লেক্সসহ পুরো মির্জাপুর।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রপথিক দানবীর রণদা প্রসাদ সাহার জন্মস্থান টাঙ্গাইলের মির্জাপুর। আজীবন আর্ত মানবতার সেবায় কাজ করেছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানসহ দাতব্য চিকিৎসালয়। মহান মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন রণদা প্রসাদ সাহা।

রণদা প্রসাদের প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্সে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এ্যান্ড বিএসসি নার্সিং কলেজসহ কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন তিনি।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীকে বরণ করতে চলছে নানা আয়োজন। কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ।

বেশ কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

জাতির জনকের কন্যাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষায় কুমুদিনী কমপ্লেক্সসহ টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ।

বিস্তরিত ভিডিওতে দেখুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি