ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়ায় রুশ এবং সরকারী বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ২৫ জন নিহত

প্রকাশিত : ১২:০৩, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:০৩, ১২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রুশ এবং সরকারী বাহিনীর বিমান হামলায় অন্তত শিশুসহ ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, কয়েকদিন তুলনামূলক শান্ত থাকার পর মঙ্গলবার এ হামলা চালানো হয়। আলেপ্পোর বেসামরিক নাগরিকদের নিরাপদে এলাকা ছাড়ার জন্য গেল কয়েকদিন হামলা বন্ধ রেখেছিল মস্কো ও দামেস্ক। তবে বিশ্লেষকরা মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের ফ্রান্স সফর বাতিল হওয়ার পরই এ হামলা চালানো হয়েছে। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ সিরিয়া ইস্যুতে রুশ বাহিনীর অবস্থানকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করার পর পূর্ব নির্ধারিত সফর বাতিল করেন পুতিন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি