ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ২শিশুর হত্যাকারী মা, দাবি করেছে র‌্যাব

প্রকাশিত : ১৭:০৪, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:০৪, ৩ মার্চ ২০১৬

রাজধানীর বনশ্রীতে দুই শিশু সন্তানকে তাদের মা মাহফুজা মালেক জেসমিনই শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে দাবি করেছে র‌্যাব। বৃহষ্পতিবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব এর পক্ষ থেকে এমন দাবি করা হয়। এ ঘটনায় জেসমিনকে আটকের পর রামপুরা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব। শিশু নুসরাত আমান ও আলভী আমানের হত্যাকারী তার মা মাহফুজা মালেক জেসমিন। সন্তানদের পড়াশুনা ও ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তার কারণেই এমন নির্মম ঘটনা সংঘটিত করেন তিনি। ঘটনার ৪ দিনের মাথায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করলো র‌্যাব। সংবাদ সম্মেলনে বলা হয়, জেসমিন সবকিছু স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকান্ডের পর এ নিয়ে গল্প ফাঁদেন জেসমিন। শিশুদের ময়নাতদন্তও চাননি তিনি। গত সোমবার সন্ধ্যায় বনশ্রীর বি-ব্লকের চার নম্বর সড়কের একটি বাসায় নুসরাত ও আলভীর রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার পরদিন মঙ্গলবার লাশের ময়নাতদন্তে শিশু দু’টিকে শ্বাসরোধ করে হত্যার আলামত পান চিকিৎসক। আপস...বুধবার দুই শিশুর বাবা আমান উল্লাহ, মা জেসমিন ও খালা আফরোজা মালেককে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর শহরের ইকবালপুর থেকে ঢাকা নিয়ে আসে র‌্যাব। জামালপুরেই নুসরাত ও আলভীকে দাফন করা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি