ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মার্সিয়া জলুস করেছে শিয়া ইমামিয়া ইশনা-আশরা সম্প্রদায়

প্রকাশিত : ১৭:৫৯, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৫৯, ১২ অক্টোবর ২০১৬

পবিত্র আশুরায় চট্টগ্রামে মার্সিয়া জলুস করেছে শিয়া ইমামিয়া ইশনা-আশরা সম্প্রদায়। বুধবার সকালে নগরীর সদরঘাট এবং হালিশহর থেকে এই মিছিল বের হয়। আশুরা উপলক্ষে বুধবার সকালে হালিশহর শিয়া ইমামবারগাহে অনুষ্ঠিত হয় মাসায়েব মজলিশ। পরে সেখান থেকে বের করা হয় ‘মার্সিয়া জলুস’। এটি সদরঘাট শিয়া ইমামবারগাহের মাসায়েব মজলিশের সাথে যুক্ত হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাজিয়া মিছিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। এদিকে, আশুরা উপলক্ষে নগরীর বাকলিয়া, ওয়ারলেস, পাহাড়তলী, আকবর শাহ কলোনি, শের শাহ কলোনি, খুলশি এলাকা থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি