ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রপতির নিন্দা

প্রকাশিত : ২৩:০০, ১৫ মার্চ ২০১৯ | আপডেট: ০০:০৯, ১৬ মার্চ ২০১৯

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি আজ এক শোক বার্তায় বলেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা এই জঘন্য সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই।’

রাষ্ট্রপতি বার্তায় এ ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এলাকার দুটি মসজিদে জুম্মার নামাজের সময়ে সন্ত্রাসীদের গুলিতে তিনজন বাংলাদেশীসহ কমপক্ষে ৪৯ জন নিহত এবং বিপুল সংখ্যক লোক আহত হয়েছে। বাসস

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি