ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ৭খুন মামলার বাদীর সাক্ষ্য গ্রহন শেষ

প্রকাশিত : ১৭:০৭, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:০৭, ৩ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় দায়ের করা দুইটি মামলার মধ্যে একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অসাপ্ত জেরার জন্য আগামী ১০ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার সকালে ৭ খুনের ঘটনায় দায়ের করা দুইটি মামলার প্রধান আসামী নুর হোসেন ও র‌্যাবের সাবেক কর্মকর্তাসহ ২৩ আসামীকে হাজির করা হয়। পরে পৌনে ১১ টায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্য শুরু হয়। মামলার এজাহার পাঠ করে শুনানোর পর বিউটি। ফতুল্লার লিংক রোড থেকে অপহরণ ও নির্মম হত্যাকান্ডের বর্ণনা তুলে ধরে ন্যায় বিচারের দাবি করেন তিনি। পরে আসামী পক্ষের আইনজীবীরা বাদীকে জেরা করেন। বাকী জেরার জন্য আদালত আগামী ১০ মার্চ দিন ধার্য করেন। অন্যদিকে আসামী পক্ষের আইনজীবীর দাবি, জেরার সময় বাদী সঠিক উত্তর দিতে পারেননি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি