ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আজ কিশোরগঞ্জ বড়উতলা গণহত্যা দিবস

প্রকাশিত : ১০:২৬, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:২৬, ১৩ অক্টোবর ২০১৬

আজ ১৩ই অক্টোবর, কিশোরগঞ্জ বড়উতলা গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে কিশোরগঞ্জের বড়ইতলায় সংঘটিত হয় ইতিহাসের অন্যতম বৃহত্তম ও নৃশংসতম গণহত্যা। এদিন হানাদারদের অত্যাচারে শহীদ হয় ৩৬৫ জন নিরীহ বাঙ্গালী, আহত হয় দেড় শতাধিক মানুষ। বরইতলায় শহীদদের স্মরনে সৌধ নির্মাণ হলেও সঠিকভাবে রক্ষনাবেক্ষন না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয়দের মনে। সময় অনেক কেটে গেলেও সেদিনের ভয়াল স্মৃতি আজও ভুলতে পারেন না, বয়সের ভারে নুয়ে পড়া মানুষটি। মানতে পারেন না একসঙ্গে এতোগুলো মানুষের মৃত্যু। প্রতিবছর ১৩ই অক্টোবর বড়ইতলা ও আশ-পাশের গ্রামের মানুষ বেদনাবিধুর চিত্তে স্মরণ করে ৭১ এ কিশোরগঞ্জের বরইতলায় সংঘটিত হত্যাকান্ডের কথা। এইদিনে  হানাদারবাহিনী একই সঙ্গে হত্যা করে গ্রামের  ৩৬৫ জন নিরীহ মানুষকে, এসময় আহত হয় আরও দেড় শতাধিক। সেঘটনার প্রত্যক্ষদর্শী ও সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া মানুষ ভয়াবহ স্মৃতিচারণ করতে গিয়ে আজও শিউরে ওঠেন। স্বাধীনতার পর দীর্ঘদিন গণহত্যার স্থানটি অবহেলায় পড়ে থাকে, পড়ে শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মান করা হলেও এখনো তা উদ্বোধন না হয়নি। একই সাথে তদারকির অভাবে সৌধের অবস্থা নাজুক হয়ে পড়েছে। এদিকে মূল সৌধের নামফলকে দেড়শ শহীদদের নাম ওঠলেও বাকী রয়ে গেছে অন্য শহীদদের নাম। বড়ইতলা গণহত্যার ঘটনায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধটির পরিপূর্ণ সংস্কারসহ যথাযথ মর্যাদায় সংরক্ষণ হবে এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি