ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়া যাচ্ছে কোস্ট গার্ডের জাহাজ

প্রকাশিত : ২৩:২০, ১৮ মার্চ ২০১৯

বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ‘সৈয়দ নজরুল’ মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ‘লিমা-১৯’ এ অংশ নিতে চট্টগ্রাম ছেড়ে গেছে। সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় জাহাজটি চট্টগ্রামের বিসিজি বার্থ ত্যাগ করে।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন শেখ মোহাম্মদ জসিমুজ্জামানের নেতৃত্বে ১২ কর্মকর্তা, ১০৬ নাবিক এবং ১১ জন বেসামরিক ব্যক্তি শুভেচ্ছা সফরে গমন করেন।

জাহাজ পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জাহাজটিতে কর্মরত অফিসার ও নাবিকদের পরিবারের সদস্যরা স্বজনদের বিদায় জানান।

জাহাজটি মালয়েশিয়া ছাড়াও ভারত ও থাইল্যান্ডের দুইটি বন্দরে শুভেচ্ছা সফর শেষে আগামী ৭ এপ্রিল চট্টগ্রাম ফেরার কথা রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি