ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় সম্মেলন উপলক্ষে নেতাকর্মীর কেউ শৃংখলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মন্তব্য করেছেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৮:১৯, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২০, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন উপলক্ষে দলীয় নেতাকর্মীর কেউ শৃংখলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি মন্ডলীর সদস্য ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে সম্মেলন প্রস্তুত উপকমিটির এক যৌথ সভায় তিনি বলেন, কেউ চামবাজি করলেও এ ব্যবস্থা নেয়া হবে। সম্মেলনে কেউ প্রার্থী নয় জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, কাউকে প্রার্থী হিসেবে প্রচার চালানো হলেও তা শৃংখলা ভঙ্গের সামিল হবে। কাউন্সিলরদের ভোট ও দলীয় সভাপতি’র ওপরই নেতৃত্ব নির্ভর করবে বলে জানান তিনি। ইতিমধ্যে সম্মেলনের প্রস্তুতি অনেকটাই শেষ উল্লেখ করে কাদের জানান ১৯ তারিখের মধ্যে পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে সম্মেলনস্থল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি