ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চীন ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য রক্ষার তাগিদ সিপিডির

প্রকাশিত : ১৮:৩৯, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৪০, ১৩ অক্টোবর ২০১৬

চীন ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য রক্ষার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বয়ে ইউরোপিয় ইউনিয়নের মত শক্তিশালী আঞ্চলিক সংস্থা গড়ে উঠবে বলেও আশা করে সিপিডি।  বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে নবম সাউথ এশিয়া ইকোনোমিক সামিট উপলক্ষে সংবাদ সম্মেলনে এ’ মন্তব্য করেন সিপিডি’র কর্মকর্তারা। দক্ষিণ এশীয় দেশগুলোর ৫টি বেসরকারি সংগঠনের সমন্বয়ে ঢাকায় শনিবার শুরু হচ্ছে সাউথ এশিয়া ইকোনোমিক সামিট। এ’ উপলক্ষে সিপিডির এই সংবাদ সম্মেলন। সিপিডি বলছে, বাংলাদেশ এখন বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নের সময় পার করছে। বৈশ্বিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক সংস্থার সমন্বয়েও উন্নয়ন সম্ভব বলে মনে করে সিপিডি। ভারত- পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে সার্ক নিয়ে যে অনিশ্চয়তা, তাও কেটে যাবে বলে আশা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ। সম্মেলনে বিভিন্ন দেশের অর্থনীতিবিদ ও রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণীপেশার ১শ’ প্রতিনিধি অংশ নেবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি