ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জাপানী নাগরিক হত্যা মামলায় বিএনপি নেতা ও যুবদল নেতার জামিন নামঞ্জুর

প্রকাশিত : ১৭:২৮, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:২৮, ৩ মার্চ ২০১৬

রংপুরে জাপানী নাগরিক কুনিও হোসি হত্যা মামলার আসামী রংপুর মহানগর বিএনপি নেতা বিপ্লব ও যুবদল নেতা ব্লাক রুবেলের জামিন আবেদন আবারো নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শফিউল আলম শুনানী শেষে এ আদেশ দেন। সেই সাথে মামলার পরবর্তী শুনানীর তারিখ আগামী ১৮ ই মার্চ ধার্য করেন। মামলার পিপি আব্দুল মালেক এ্যাডভোকেট দুই আসামীর জামিনের আবেদন না মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে চাঞ্চল্যকর মামলাটির নির্ধারিত দিন ধার্য থাকলেও আসামীদের কাউকেই কারাগার থেকে আজ আদালতে আনা হয়নি। এমনকি মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কেও কোন প্রতিবেদন পুলিশ দাখিল না করায় আগামী ১৮ই মার্চ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন বিচারক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি