ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ কাবাডিতে আজ বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার

প্রকাশিত : ১৮:১৩, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১৩, ১৩ অক্টোবর ২০১৬

বিশ্বকাপ কাবাডিতে আজ গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। আহমেদাবাদের ট্রান্সস্টাডিয়ায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে খেলা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫২-১৮ পয়েন্টে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। তবে, ভারতের কাছে ৫৭-২০ পয়েন্টে হেরে ব্যাকফুটে লাল-সবুজ জার্সিধারীরা। এদিকে, দক্ষিণ কোরিয়ার কাছে ৩৪-৩২ পয়েন্টে হেরেছে ভারত। সেমিফাইনালে যাওয়ার জন্য আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। স্বাগতিক ভারতের কাছে হারলেও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলপতি আরদুজ্জামান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি