ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২পুলিশ

প্রকাশিত : ১৭:৩৩, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:২৫, ৩ মার্চ ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে ট্রাক চাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার ভোরে একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা  ট্রাকটিকে দাঁড়ানোর জন্য বলেন। সেসময় ট্রাকটি দুই পুলিশ কর্মকর্তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। নিহতরা হলেন, শিবগঞ্জ থানার এস আই সাদিকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম। নিহত সাদিকুলের বাড়ী দিনাজপুরেরর রাজারামপুর এবং আতাউরের বাড়ী জয়পুরহাট জেলায়। মৃতদেহ শিবগঞ্জ থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকের চালককে রাজশাহীর গোমস্তাপুর থেকে আটক করেছে পুলিশ। ট্রাকটি জব্দ করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি