ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

প্রতিদিন ৪ কোটিও বেশি ডিম উৎপাদন হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদমন্ত্রী

প্রকাশিত : ১৫:৪৮, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ১৪ অক্টোবর ২০১৬

২০২১ সালের মধ্যে দেশে প্রতিদিন ৪ কোটিও বেশি ডিম উৎপাদন হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদমন্ত্রী। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা জানান তিনি। সাঈদুল হক আরো বলেন, সরকার  ডিম ও দুধ উৎপাদনে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিয়েছে বলেও জানান তিনি। অনুষ্টানে বিশেষজ্ঞরা বলেন, গর্ভে থাকা থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত শিশু এবং মা প্রতিদিন একটি করে ডিম খাওয়া প্রযোজন। ফার্মের মুরগির ডিমে প্রোটিনের পরিমান বেশী বলেও জানান তারা।  বাংলাদেশে এখনো কৃত্রিম ডিমের সন্ধান পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন বক্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি